ALFADA TIMES | হিমালয়ের কোলঘেঁষা জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে এসেছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে— যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার (১২ নভেম্বর) সকাল ৬টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগে মঙ্গলবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এক দিনের ব্যবধানে কমেছে প্রায় দুই ডিগ্রি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় সময় সংবাদকে জানান, আজ সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। তিনি আরও জানান, চলতি মাসের শেষ দিকে জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
জিতেন্দ্রনাথ রায়ের মতে, শৈত্যপ্রবাহ শুরু হলে সন্ধ্যা থেকে সকাল ১০টা পর্যন্ত চারপাশ থাকবে কুয়াশার চাদরে ঢাকা, এমনকি দিনের বেলাতেও কোথাও কোথাও কুয়াশা দেখা যেতে পারে। যদিও গত কয়েক দিনে সকাল-বিকেলে কুয়াশা পড়ছে, তবে মঙ্গলবার তার পরিমাণ কিছুটা কম ছিল।
দিনের বেলায় তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বইছে হিমেল হাওয়া, যা এনে দিয়েছে শীতের আগাম অনুভূতি।
এদিকে শীতের এই আগাম আগমনে পঞ্চগড়ের গ্রামীণ অঞ্চলে মানুষজন ইতোমধ্যে গরম কাপড় বের করতে শুরু করেছেন। সকাল-সন্ধ্যায় চায়ের দোকানগুলোতে বেড়েছে ভিড়। স্থানীয়রা বলছেন, “শীতের আমেজ শুরু হয়ে গেছে।”
