আন্তর্জাতিক ডেস্ক | ALFADA TIMES
আফগানিস্তানে ইন্টারনেট বন্ধ করে দেওয়ার খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া সরকার। সরকারের দাবি, ইন্টারনেট ও টেলিযোগাযোগে বিঘ্ন ঘটার কারণ রাজনৈতিক কোনো পদক্ষেপ নয়, বরং পুরোনো ফাইবার অপটিক লাইনের ক্ষয়জনিত সমস্যা। বর্তমানে ক্ষতিগ্রস্ত অবকাঠামো প্রতিস্থাপন ও মেরামতের কাজ চলছে।
বুধবার প্রকাশিত সরকারি বিবৃতিতে বলা হয়, “আমরা ইন্টারনেট নিষিদ্ধ করেছি—এমন খবর সম্পূর্ণ ভিত্তিহীন।”
সরকারের মুখপাত্র মাওলানা জাবীহুল্লাহ মুজাহিদ জানান, সারাদেশে ইন্টারনেট সংকটের মূল কারণ হলো ক্ষতিগ্রস্ত ফাইবার অপটিক নেটওয়ার্ক। তিনি আরও বলেন, প্রতিস্থাপন কার্যক্রম চলছে, তবে সেবাগুলো কবে পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
এর আগে আন্তর্জাতিক সংস্থা নেটব্লকস অভিযোগ করেছিল, সোমবার থেকে কাবুলসহ আফগানিস্তানের বড় অংশে ইন্টারনেট ও টেলিফোন সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। তবে তালেবান প্রশাসন বিষয়টিকে কেবল প্রযুক্তিগত সমস্যা হিসেবে ব্যাখ্যা করে যেকোনো ধরনের ‘ইচ্ছাকৃত নিষেধাজ্ঞা’ আরোপের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
যোগাযোগ বিঘ্নের কারণে বিমান সংস্থা কাম এয়ার সোমবার থেকে ফ্লাইট স্থগিত করলেও বুধবার বিকেলে কাবুলে পুনরায় ফ্লাইট চালুর ঘোষণা দেয়। অন্যদিকে কয়েকটি আন্তর্জাতিক মানবিক সংস্থা জানিয়েছে, নেটওয়ার্ক সমস্যা তাদের কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে। তবে আফগান সরকার আশ্বস্ত করেছে যে, মানবিক সহায়তায় কোনো ধরনের বাধা দেওয়ার উদ্দেশ্য তাদের নেই।
সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), টোলোনিউজ
