আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের প্রথম এইচপিআর-১ (HPR-1) সার্টিফাইড অ্যামেচার রকেট লঞ্চ ইভেন্ট “স্বাধীনতা ২.০”। এ আয়োজনে অংশ নিচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী দল “ডিআইইউ স্কাইওয়ার্ড”, যারা একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ লঞ্চে রকেটের গাইডেন্স, নেভিগেশন, প্রপালশন ও রিকভারি সিস্টেম পরীক্ষা করা হবে এবং সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত থাকবে। ইভেন্টের টেকনিক্যাল সহায়তা দিচ্ছে দেশের প্রথম এয়ারোস্পেস কোম্পানি “ধূমকেতু এক্স”।
ডিআইইউ স্কাইওয়ার্ডের অংশগ্রহণকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। তারা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একসাথে কাজ করবে এবং দেশের রকেট গবেষণায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সক্রিয় উপস্থিতি নিশ্চিত করবে।
প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় আগ্রহী শিক্ষার্থী ও দর্শকদের কাছে এ লঞ্চ ইতোমধ্যেই কৌতূহলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আশা করা হচ্ছে, “স্বাধীনতা ২.০” দেশের তরুণ প্রজন্মকে রকেট বিজ্ঞান ও মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচনের অনুপ্রেরণা জোগাবে।
