ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হলো ক্রিকেট প্রেমীরা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের ম্যাচে রোমারিও শেফার্ড ১ বল থেকে ২২ রান করেন। মঙ্গলবার (২৬ আগস্ট) অনুষ্ঠিত লিগের ১৩তম ম্যাচে শেফার্ড ৩৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন, যেখানে তার ঝুলিতে রয়েছে পাঁচটি চার এবং সাতটি ছয়। অবিশ্বাস্য ব্যাপার হলো, সাতটি ছয়ের মধ্যে তিনটি এসেছে একই ওভারের মধ্যে ‘ফ্রি হিট’ থেকে।
ম্যাচের ১৫তম ওভারে বল করতে আসেন ওশানে থমাস। তৃতীয় ডেলিভারিটি তিনি ‘নো বল’ দেন। শেফার্ড প্রথম ‘ফ্রি হিট’ থেকে ছয় মারলেও বলটি নো বল হওয়ায় রানটি বৈধ হয়নি। এরপরও শেফার্ড দুইবার আরও ‘ফ্রি হিট’ থেকে ছক্কার সাহায্যে খেলায় রাজত্ব দেখান। ১৫তম ওভারটি শেষ হয় নো, ওয়াইড, নো ৬, নো ৬, ৬ হিসেবে, যা একমাত্র বৈধ বল থেকে আসে ২২ রান।
