আন্তর্জাতিক ডেস্ক | ALFADA TIMES | ৯ অক্টোবর ২০২৫
এই বছরের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন বিজ্ঞানী ড. ওমর এম ইয়াগি। গ্যাস শোষণ ও সংরক্ষণের নতুন প্রযুক্তি “মেটাল-অরগানিক ফ্রেমওয়ার্ক (MOF)” উদ্ভাবনের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ওমর ইয়াগির গবেষণা এমন এক প্রযুক্তি তৈরি করেছে যা ভবিষ্যতে জ্বালানি, পরিবেশ এবং শিল্পক্ষেত্রে বিপ্লব আনতে পারে। তার উদ্ভাবিত MOF কাঠামো হালকা ও ছিদ্রযুক্ত— যা কার্বন ডাইঅক্সাইড বা হাইড্রোজেনের মতো গ্যাস সংরক্ষণে কার্যকর।
জর্ডান থেকে যুক্তরাষ্ট্রে:
১৯৬৫ সালে জর্ডানে জন্ম নেওয়া ওমর ইয়াগির পরিবার ফিলিস্তিন থেকে সেখানে আশ্রয় নিয়েছিল। শৈশবে সীমিত সুযোগের মধ্যেই বড় হওয়া এই বিজ্ঞানী ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে যান উচ্চশিক্ষার জন্য। পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন।
বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন:
ড. ইয়াগির গবেষণার লক্ষ্য শুধু নতুন যৌগ তৈরি নয়— বরং এমন প্রযুক্তি উদ্ভাবন করা যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিচ্ছন্ন জ্বালানি সংরক্ষণে সহায়ক হবে। তাঁর কাজকে বিজ্ঞান জগৎ ‘রসায়নের স্থাপত্যশিল্প’ বলেও অভিহিত করেছে।
বিশ্বজুড়ে প্রশংসা:
আন্তর্জাতিক গণমাধ্যম আল-আরাবিয়া ও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ওমর ইয়াগির সাফল্য শুধু বৈজ্ঞানিক অর্জন নয়, এটি আরব বিশ্বের জন্যও এক গর্বের প্রতীক। ২০২১ সালে সৌদি আরব তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।
তথ্যসূত্র: আল-আরাবিয়া
