আগামী কয়েক মাসের মধ্যে দুটি স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা করেছে ইরান। এই পদক্ষেপ কেবল প্রযুক্তিগত নয়, বরং দেশটির দীর্ঘমেয়াদী মহাকাশ কৌশলের প্রতিফলন। বিশেষজ্ঞদের মতে, এই মহাকাশ উদ্যোগ তেহরানের জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কৌশলগত সুবিধা নিশ্চিত করতে পারে। দেশটি প্রযুক্তিগত স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পাশাপাশি ভবিষ্যতে সামরিক, বাণিজ্যিক এবং বৈজ্ঞানিক ক্ষেত্রেও নিজের প্রভাব বিস্তার করতে প্রস্তুত।
উৎক্ষেপণের পরিকল্পনায় থাকা স্যাটেলাইট দুটো হলো পার্স-১ ও নাহিদ-২। বিশেষজ্ঞদের মত, এগুলোর উৎক্ষেপণ কেবল বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বা বাণিজ্যিক উদ্দেশ্য নয়। কিইউ-ব্যান্ড প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট রিলে যোগাযোগ ও ডেটা ট্রান্সমিশনের সক্ষমতা সম্প্রসারণের মাধ্যমে ইরান নিজের টেলিযোগাযোগ ও নজরদারি সক্ষমতা শক্তিশালী করতে চায়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে মেহের নিউজ জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে দুটি স্যাটেলাই উৎক্ষেপণের পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির মহাকাশ গবেষণা কেন্দ্রের প্রধান ওয়াহিদ ইয়াজদানিয়ান। এটি দেশের সম্প্রসারণশীল মহাকাশ কর্মসূচির অংশ।
